
এই সাতটি চুম্বনের কথা বর্ণিত আছে 'কামসূত্র'-তে, দেখে নিন সেগুলি
কাম বা কামবাসনা সম্পর্কিত বই বলতে আমরা সাধারণত মহর্ষি বাৎস্যায়ন রচিত 'কামসূত্র' গ্রন্থের কথাই বলে থাকি। তবে আপনি জেনে অবাক হবেন যে, কামশাস্ত্রের প্রকৃত প্রবর্তক বাৎস্যায়ন নন, তিনি হলেন ভগবান শিবের বাহন নন্দী ষাঁড়। কিন্তু মহর্ষি বাৎস্যায়ন রচিত 'কামসূত্র' গ্রন্থটি জগৎ বিখ্যাত। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত নারী-পুরুষের মিলন সম্পর্কিত যত গ্রন্থ প্রকাশিত হয়েছে, সেগুলির মধ্যে কামসূত্র সবচেয়ে জনপ্রিয়। 'কাম' শব্দের অর্থ ইন্দ্রিয়সুখ বা যৌন আনন্দ, অপরদিকে 'সূত্র' শব্দের আক্ষরিক অর্থ সুতো বা যা একাধিক বস্তুকে সূত্রবদ্ধ রাখে। শারীরিক বা যৌন মিলনের অবিচ্ছেদ্য অঙ্গ হল চুম্বন। সাধারণত চুম্বনের মাধ্যমেই শারীরিক মিলন শুরু হয়ে থাকে অর্থাৎ চুম্বনই হল শারীরিক মিলনের প্রথম ধাপ। তবে চুম্বন মানেই যে সেটা যৌন অনুভূতিসম্পন্ন হবে, সেটা কিন্তু একেবারেই নয়। যৌনতার বিষয়ে ভারতীয় কামশাস্ত্রে বিস্তারিত আলোচনা রয়েছে। এর মধ্যে চুম্বন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কামশাস্ত্রে সাতরকম চুম্বনের কথা বর্ণিত করেছেন বাৎস্যায়ন। দেখে নিন সেগুলি -
১) প্রতিচ্ছবিতে চুম্বন
আপনি যদি ভেবে থাকেন যে শুধুমাত্র শারীরিক স্পর্শেই চুম্বন হয়, তা কিন্তু একেবারেই নয়। অনেক সময় মানুষ জলে, আয়নায় অথবা দেওয়ালে তার ভালবাসার মানুষের প্রতিচ্ছবিতে চুম্বন করে। এই ধরনের চুম্বন গভীর ভালবাসার পরিচায়ক, আর এই চুম্বনকে কামশাস্ত্রে বলা হয়েছে ছায়া চুম্বন।
0 Comments: